বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়ে দেখা করলেন ডক্টর মালা আলি কুর্দিস্তানীর সঙ্গে ইকতার হোসাইন সাঈদ

 বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়ে দেখা করলেন ডক্টর মালা আলী  কুর্দিস্তানীর সঙ্গে  ইকতার হোসাইন সাঈদ 

   He cured all diseases through Quran

بسم الله الرحمن الرحيم


বাংলাদেশ থেকে পাকিস্তান গেলেন দেখা করতে,  ডক্টর মালা আলি কুর্দিস্তানীর সঙ্গে ইকতার হোসাইন সাঈদ । জানা গেছে ডক্টর মালা আলী কুর্দিস্তানী আল কুরআনের মাধ্যমে অন্ধ, বোবা, প্যারালাইসিসেম, জিন আক্রান্ত,  ক্যান্সার, অটিজম , প্রেগনেন্সি, রোগের চিকিৎসা করেন।

বর্তমান বিশ্বে ডক্টর মালা আলি কুরদিস্থানী অনেক পরিচিত এবং জনপ্রিয়। বাংলাদেশ থেকে ইকতার হোসাইন সাঈদ নামে একজন ইউটিউবার দেখা করেন । তার ইউটিউব চ্যানেল  ফেইসবুক পেইজ রয়েছে । ফেইসবুক পেইজে 2 মিলিয়ন ফলোয়ার এর কাছাকাছি ইউটিউব এ 1 লক্ষ 20 হাজার সাবস্ক্রাইবার রয়েছে । 
ডক্টর মালা আলি কুর্দিস্তানীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ রয়েছে, তার ইউটিউব চ্যানেলে 2 মিলিয়ন তিন লক্ষ সাবস্ক্রাইবার এবং ফেইসবুক পেইজে 4 মিলিয়ন ফলোয়ার রয়েছে। 

বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়ে ডক্টর মালা আলী কুর্দিস্তানীর সঙ্গে দেখা করার মূল কারণ ছিলো ?





শুধু মাত্র ভালোবাসার টান। ইকতার হোসাইন সাঈদ এর সাথে ডক্টরের অনেক ভাল সম্পর্ক। ডক্টর মালা আলী কুর্দিস্তানীর অফিসিয়াল ফেইসবুক পেইজে  তাকে নিয়ে লাইভে ও আসলেন।  বর্তমানে পাকিস্তানে তার সাথেই অবস্থান করছেন।

অক্টোবরের 31 তারিখ ডক্টর মালা আলি কুরদিস্থানী পাকিস্তানে যান সেখানে তিনি হাজার হাজার মানুষের চিকিৎসা করেছেন যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। 

ডক্টর মালা আলি কুর্দিস্তানী পাকিস্তানের লাহোরে প্রায় দশদিন ছিলেন তারপর তিনি ইসলামাবাদে চলে যান।


ডক্টর মালা আলী কুর্দিস্তানীর বাড়ি হচ্ছে ইরাক কুর্দিস্তান এরবিল।



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইউটিউবে আমার কিভাবে আশা ?

This is Dr. Mala Ali Kurdistani , a world famous scholar.