দাজ্জাল কোন জায়গা থেকে বের হবেন?

 আমাদের অনেকেরই অজানা দাজ্জাল কোন জায়গা থেকে বের হবেন? 

‌‌‌‌< হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন হে লোক সকল!  আল্লাহ যখন আদম আ. কে সৃষ্টি করেছেন, তখন থেকে আজ অবধি দাজ্জালের ফিতনার  তুলনায় ভয়ংকর আর কোন ফিতনা পৃথিবীতে প্রকাশ পায়নি। 



> আল্লাহর প্রেরিত সকল নবীই তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। 

নবীজী বলেন আমি হলাম শেষ নবী। তোমরা হলে সর্বশেষ  উম্মত। 


>দাজ্জাল অবশ্যই তোমাদের মাঝে প্রকাশ পাবে।

>দাজ্জাল বের হবে ইরাক এবং সিরিয়ার মাঝখানে হাল্লা নামক স্থান থেকে।

>দাজ্জাল পৃথিবীর আনাচে-কানাচে সব জায়গায় ঘুরে বেড়াবে, কিন্তু দুইটি জায়গায় প্রবেশ করতে পারবে না ১ মক্কা শরীফ ২ মদিনা শরীফ।


আল্লাহ আমাদের দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করুক।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইউটিউবে আমার কিভাবে আশা ?

This is Dr. Mala Ali Kurdistani , a world famous scholar.

বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়ে দেখা করলেন ডক্টর মালা আলি কুর্দিস্তানীর সঙ্গে ইকতার হোসাইন সাঈদ