ইউটিউবে আমার কিভাবে আশা ?

 ইউটিউবে আমার কিভাবে আশা ? 

আমার কাছে মনে হয় জব বা বিজনেসের পাশাপাশি নিজেকে যদি একজন কনটেন্ট ক্রিয়েটর করা যায় সেটা অনেক ভালো । বর্তমান যুগটাই সোশ্যাল মিডিয়ার যুগ , এই যুগে যে যত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তার ততো ডিমান্ড।




ইউটিউবে সফল হওয়াটা একসময় কঠিন ছিলো ,বাট বর্তমানে অনেক সহজ পরিশ্রম ,চেষ্টা ধৈর্য ধরলে সফলতা নিশ্চিত।

আমি বড় কোন ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটর না। আমি ছোট একজন কনটেন্ট  ক্রিয়েটর। প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল খুলি সেই চ্যানেলটা আমার নষ্ট হয়ে যায় , তখন ছিলো  2018 সাল তারপর আমি আরেকটি ইউটিউব চ্যানেল খুলি যে ইউটিউব চ্যানেলের নাম ছিল Iqter Hossan sayeed তারপর অনেক চেষ্টা প্রচেষ্টার পর ইউটিউব থেকে আমি সিলভার অ্যাওয়ার্ড পাই। 


youtube থেকে সিলভার অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি   সিলভার অ্যাওয়ার্ড নিয়ে মালদ্বীপে গিয়েছিলাম, একজন বিখ্যাত মানুষের হাতে আনবক্সিং করার জন্য,  সে বিখ্যাত মানুষটি আর কেউ নয় তিনি হচ্ছেন ইরাকের ডঃ মালা আলী  কুরদি।


in Maldives 

https://youtu.be/CKKAWMitlq8?si=GWHRZwDX46AJzEFG


আমার বর্তমানে ইউটিউব চ্যানেলে এক লক্ষ্য ৫০ হাজার সাবস্ক্রাইবারের মতো রয়েছে। আমার একটি ফেইসবুক পেইজ রয়েছে যেখানে ১৭ লক্ষ ফলোয়ার রয়েছে। তার পাশাপাশি টিকটক ,ইনস্টাগ্রামেও অনেক ফলোয়ার রয়েছে।


আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ভবিষ্যতে হয়তো ভালো কিছু করতে পারবো।

inshaallah

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়ে দেখা করলেন ডক্টর মালা আলি কুর্দিস্তানীর সঙ্গে ইকতার হোসাইন সাঈদ

This is Dr. Mala Ali Kurdistani , a world famous scholar.