ডক্টর মোহাম্মদ ইউনুস এর চমক ইলন মাস্ক ঢাকায় আসছে?

 ডক্টর মোহাম্মদ ইউনুস এর চমক ইলন মাস্ক  ঢাকায় আসছে?


বিস্তারিত….

Picture Collected


আকর্ষণীয় কার টেসলা , স্পেসএক্সের মালিক বর্তমান বিশ্বে সবচাইতে ধনী ব্যক্তি তাকে চেনে না এমন মানুষ পাওয়া খুবই কঠিন তিনি হচ্ছেন ইলন মাস্ক। 

সবচাইতে তাজা খবর হচ্ছে ইলন মাস্ক ঢাকায় আসতে পারে । আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আর সেটা হচ্ছে আগামী এপ্রিলে । তিন দিনের সূচি এবং অতিথি তালিকা প্রস্তাব করে এর মধ্যে প্রস্তুতি শুরু করেছে দেশে বা বিদেশের কোন কর্মসূচি যাতে অন্তর্ভুতি সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস এর বিনিয়োগ সম্মেলনের সূচি বিঘ্নিত না করে সে কারণে আগেভাগেই বিবেচনা করা হচ্ছে।  বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত বিনয়দ কারীর জমকালো এই আয়োজন। 

এর মধ্যে জানা গেছে ইলন মাস্কের জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা ঘুরে গেছেন সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই  ইলন মাস্ক বাংলাদেশে আসবেন।

ইলন মাস্কের তেসলা গুগলের কাছে প্রায় বিক্রি হয়ে যাচ্ছিল টেসলার ইতিহাস যখন বেশ খারাপ তখন ইলন  মাস্ক তার বৈদ্যুতিক গাড়ির এই উদ্যোগ গুগলের কাছে প্রায় বিক্রি করে দিয়েছিল। ইলন মাস্ক টেসলা স্পেসএক্স অ্যান্ড দ্য কোয়েস্ট ফর আ ফ্যানটাস্টিক ফিউচার ' বই অনুসারে সে সময় ইলন মাস্ক টেসলাকে ব্যর্থ উদ্বেগ মনে করেছিলেন তাই গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা লেরি পেজ এর কাছে টেসলা বিক্রির প্রস্তাব নিয়েছিলেন ২০১৩ সালে এই দুজনে 600 কোটি ডলার কেনাবেচার সিদ্ধান্ত নিয়েছিলেন শেষ পর্যন্ত টেসলা বিক্রি হয়নি । কিন্তু বর্তমান বিশ্বে টেসলা হয়ে ওঠে অনেক জনপ্রিয় গাড়ি। এই টেসলা তাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যায়।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Find out the unknown facts about Dr. Mala Ali Kurdistani, a cancer blind, dumb, AIDS paralysis doctor

This is Dr. Mala Ali Kurdistani , a world famous scholar.

কেয়ামত নিয়ে নবী-রাসূলের ভবিষ্যৎবাণী তুলে ধরলেন ডোনাল্ড ট্রাম্প