আওয়ামী লীগকে রাজনীতিতে যুক্ত হতে দিবেনা ছাত্র-জনতা / কোন দল বাদ নয় অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করি BNP

 আওয়ামী লীগকে রাজনীতিতে যুক্ত হতে দিবেনা ছাত্র-জনতা / কোন দল বাদ নয় অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করি BNP 

Picture collected


জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা ও সদস্য সচিব আখতার হোসেন বলেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তারা কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না । 


দেশের মানুষের উপর আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, যা চরম পর্যায়ে মানবতাবিরোধী অপরাধ করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ । আওয়ামী লীগ হাজারো মানুষকে গণহত্যা করেও এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার - ষড়যন্ত্র করে বেড়াচ্ছে । আওয়ামী লীগের বিচার এখনো হয়নি তার মধ্যে ছাত্রলীগ সন্ত্রাসীরা এখনও আমাদের নেতা কর্মীদের হুমকি দিয়ে বেড়াচ্ছে । রবিবার দুপুরে রংপুর-নগরের সাতমাথা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন ।

এদিকে আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কোনো দলকে বাদ নয় অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করি তার বক্তব্যতে স্পষ্টই বুঝা যায় বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Find out the unknown facts about Dr. Mala Ali Kurdistani, a cancer blind, dumb, AIDS paralysis doctor

This is Dr. Mala Ali Kurdistani , a world famous scholar.

কেয়ামত নিয়ে নবী-রাসূলের ভবিষ্যৎবাণী তুলে ধরলেন ডোনাল্ড ট্রাম্প