পোস্টগুলি

অক্টোবর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কেয়ামত নিয়ে নবী-রাসূলের ভবিষ্যৎবাণী তুলে ধরলেন ডোনাল্ড ট্রাম্প

ছবি
  কেয়ামত নিয়ে নবী-রাসূলের ভবিষ্যৎবাণী তুলে ধরলেন ডোনাল্ড ট্রাম্প  ছবি সংগ্রহীত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প বলেন নবী- রাসুলরা বলে গেছেন কিয়ামতের শুরু হবে মধ্যপ্রাচ্যেই। এমন মন্তব্যের পক্ষে প্রমাণ হিসেবে নবীদের কথা টেনে এনেছেন তিনি।  ইসরায়েলি গণমাধ্যমে জেরুজালেমের প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় শুক্রবার মার্কিন পডকাস্টার  জোরোগারের অনুষ্ঠানে কথা বলার সময় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি এ কথা বলেন ।  ট্রাম্প মূলত ইসরাইল ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে এমন মন্তব্য করেছেন।  ট্রাম্পের কথার মধ্যে নবীজির হাদিসকে তিনি বিশ্বাস করেছেন সেটাই বুঝা যায় । তিনি বিশ্বাস করেন যে অঞ্চলটি সম্পর্কে   নবী-রাসূল বলে গেছেন তা,  মধ্যপ্রাচয় সেই জায়গা যেখানে পৃথিবী শেষ হয়ে যাবে , ট্রাম্প বলেন আপনারা জানেন নবীরা বলে গেছেন কিয়ামতের শুরু হবে মধ্যপ্রাচ্যেই ।  ট্রাম্প এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় শুরু হয় আলোচনা সমালোচনা। 

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী ১৯৭ জন গ্রেফতার উদ্ধার ১৮ অস্ত্র

ছবি
 মোহাম্মদপুরে  কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী ১৯৭ জন গ্রেফতার উদ্ধার ১৮  অস্ত্র  Bangladesh update 27 / 10 / 24 ছবিটি সংগ্রহ করা হয়েছে মোহাম্মদপুর ও আশেপাশে সন্ত্রাসীরা প্রকাশ্যে  অস্ত্র হাতে নিয়ে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে।  এমন পরিস্থিতিতে মোহাম্মদপুরবাসি আশেপাশের সবাই অনেক আতঙ্কে জীবনযাপন করছে।  শনিবার রাতে সেনাবাহিনী পুলিশ সবার যৌথ অভিযানে 18 টি অস্ত্র ২৬২ রাউন্ড গুলি ১৯ পদের মাদক, ১টি গ্রেনেড উদ্ধার । সেনা কর্মকর্তারা বলেন জেনেভা ক্যাম্পে এই নিয়ে আমাদের ৬টি অপারেশন হলো।  আমরা তাদেরকে হাতেনাতে অস্ত্রসহ ধরতে পেরেছি । এতদিন যে কয়জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশই জেনেভা ক্যাম্পের।  Picture সেনাবাহিনী , র‍্যাব, পুলিশ , সভার যৌথ অভিযানে তাদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আশা করতে পারি সবকিছু স্বাভাবিক হবে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত ? প্রবাসী রেমিটেন্স !

ছবি
  বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত ? বাংলাদেশী প্রবাসীরা আমাদের শক্তি !!! বর্তমান বাংলাদেশের অবস্থা কেমন এটা আমাদের সবারই জানা এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশীদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের বাংলাদেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ।  বাংলাদেশের বৈদেশিক  রিজার্ভ এর পরিমাণ বর্তমান ২৫.৩ বিলিয়ন ডলার । রিজার্ভ আসতে আসতে গ্রহ করার কারণ হচ্ছে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাচ্ছে বেশি বেশি ।  দেশের এমন পরিস্থিতিতে প্রবাসীরা কথা দিয়েছিলো তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে , আমাদের বাংলাদেশের  রিজার্ভ অনেক স্ট্রং করবে তারা কথা দিয়ে কথা রাখছে। বাংলাদেশী প্রবাসী

পৃথিবী ও চাঁদে সূর্যের ভূমিকা

ছবি
  মহাকাশ বিজ্ঞানের ধারণা 🌎 আমাদের পূর্বপুরুষদের করা অনুমান আর আধুনিক বিজ্ঞানের সাহায্যে আমরা এটা জানতে সক্ষম হয়েছি যে আমরা মহা বিশ্বের কোথায় রয়েছি । কিন্তু এটা যতটা সহজ শুনতে মনে হচ্ছে আসলে ততটা নয়। এটা ছিল খুবই দীর্ঘ সময়ের ব্যাপার এবং  খুবই পরিশ্রমের ফল। এমন একটা সময় ছিল যখন মনে করা হতো পৃথিবী বিশ্বের কেন্দ্র। এবং প্রচলিত ধারণা এটাই ছিল যে সূর্য এবং অন্যান্য গ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে  কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এটা জানতে সক্ষম হয় যে বাস্তবতা কি।  বিজ্ঞানের সাহায্যে মানুষ অন্ধকার জগত থেকে বের হয়ে আসে। পৃথিবী আমাদের জানা একমাত্র গ্রহ যেটাতে প্রাণ রয়েছে  এবং পৃথিবী একমাত্র মানব বসবাসযোগ্য গ্রহ।  আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সবসময় ঘুরছে। সূর্যের আলোর মাধ্যমে আমাদের পৃথিবীতে দিন হয়। চাঁদ একটি উপগ্রহ যা পৃথিবীকে কেন্দ্র করে সবসময় পৃথিবীর চারদিকে ঘুরে চলেছে আমরা জানি চাঁদের নিজস্ব কোন আলো নেই তো আমরা কিভাবে চাঁদ দেখতে পাই? চাঁদের নিজের কোন আলো নেই কিন্তু সূর্যের আলোর মাধ্যমে আমরা চাঁদ দেখতে পাই। যখন চাঁদে সূর্যের আলো লাগে তখন আমরা চাঁ...

ইউটিউবে আমার কিভাবে আশা ?

ছবি
  ইউটিউবে আমার কিভাবে আশা ?  আমার কাছে মনে হয় জব বা বিজনেসের পাশাপাশি নিজেকে যদি একজন কনটেন্ট ক্রিয়েটর করা যায় সেটা অনেক ভালো । বর্তমান যুগটাই সোশ্যাল মিডিয়ার যুগ , এই যুগে যে যত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তার ততো ডিমান্ড। ইউটিউবে সফল হওয়াটা একসময় কঠিন ছিলো ,বাট বর্তমানে অনেক সহজ পরিশ্রম ,চেষ্টা ধৈর্য ধরলে সফলতা নিশ্চিত। আমি বড় কোন ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটর না। আমি ছোট একজন কনটেন্ট  ক্রিয়েটর। প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল খুলি সেই চ্যানেলটা আমার নষ্ট হয়ে যায় , তখন ছিলো  2018 সাল তারপর আমি আরেকটি ইউটিউব চ্যানেল খুলি যে ইউটিউব চ্যানেলের নাম ছিল Iqter Hossan sayeed তারপর অনেক চেষ্টা প্রচেষ্টার পর ইউটিউব থেকে আমি সিলভার অ্যাওয়ার্ড পাই।  youtube থেকে সিলভার অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি   সিলভার অ্যাওয়ার্ড নিয়ে মালদ্বীপে গিয়েছিলাম, একজন বিখ্যাত মানুষের হাতে আনবক্সিং করার জন্য,  সে বিখ্যাত মানুষটি আর কেউ নয় তিনি হচ্ছেন ইরাকের ডঃ মালা আলী  কুরদি। in Maldives  https://youtu.be/CKKAWMitlq8?si=GWHRZwDX46AJzEFG আমার বর্তমানে ইউটিউব চ্যানে...

দাজ্জাল কোন জায়গা থেকে বের হবেন?

ছবি
 আমাদের অনেকেরই অজানা দাজ্জাল কোন জায়গা থেকে বের হবেন?  ‌‌‌‌< হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন হে লোক সকল!  আল্লাহ যখন আদম আ. কে সৃষ্টি করেছেন, তখন থেকে আজ অবধি দাজ্জালের ফিতনার  তুলনায় ভয়ংকর আর কোন ফিতনা পৃথিবীতে প্রকাশ পায়নি।  > আল্লাহর প্রেরিত সকল নবীই তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন।  নবীজী বলেন আমি হলাম শেষ নবী। তোমরা হলে সর্বশেষ  উম্মত।  >দাজ্জাল অবশ্যই তোমাদের মাঝে প্রকাশ পাবে। >দাজ্জাল বের হবে ইরাক এবং সিরিয়ার মাঝখানে হাল্লা নামক স্থান থেকে। >দাজ্জাল পৃথিবীর আনাচে-কানাচে সব জায়গায় ঘুরে বেড়াবে, কিন্তু দুইটি জায়গায় প্রবেশ করতে পারবে না ১ মক্কা শরীফ ২ মদিনা শরীফ। আল্লাহ আমাদের দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করুক।