পৃথিবী ও চাঁদে সূর্যের ভূমিকা
মহাকাশ বিজ্ঞানের ধারণা 🌎
আমাদের পূর্বপুরুষদের করা অনুমান আর আধুনিক বিজ্ঞানের সাহায্যে আমরা এটা জানতে সক্ষম হয়েছি যে আমরা মহা বিশ্বের কোথায় রয়েছি ।
কিন্তু এটা যতটা সহজ শুনতে মনে হচ্ছে আসলে ততটা নয়। এটা ছিল খুবই দীর্ঘ সময়ের ব্যাপার এবং খুবই পরিশ্রমের ফল।
এমন একটা সময় ছিল যখন মনে করা হতো পৃথিবী বিশ্বের কেন্দ্র।
এবং প্রচলিত ধারণা এটাই ছিল যে সূর্য এবং অন্যান্য গ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে
কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এটা জানতে সক্ষম হয় যে বাস্তবতা কি।
বিজ্ঞানের সাহায্যে মানুষ অন্ধকার জগত থেকে বের হয়ে আসে।
পৃথিবী আমাদের জানা একমাত্র গ্রহ যেটাতে প্রাণ রয়েছে
এবং পৃথিবী একমাত্র মানব বসবাসযোগ্য গ্রহ।
আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সবসময় ঘুরছে।
সূর্যের আলোর মাধ্যমে আমাদের পৃথিবীতে দিন হয়।
চাঁদ একটি উপগ্রহ যা পৃথিবীকে কেন্দ্র করে সবসময় পৃথিবীর চারদিকে ঘুরে চলেছে
আমরা জানি চাঁদের নিজস্ব কোন আলো নেই তো আমরা কিভাবে চাঁদ দেখতে পাই?
চাঁদের নিজের কোন আলো নেই কিন্তু সূর্যের আলোর মাধ্যমে আমরা চাঁদ দেখতে পাই।
যখন চাঁদে সূর্যের আলো লাগে তখন আমরা চাঁদ দেখতে পাই এবং যখন লাগে না তখন আমরা চাঁদ দেখতে পাই না।
এ কারণেই চাঁদ শুধু মাত্র রাত্রে দেখা যায় দিনের বেলা দেখা যায় না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন